আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও চলমান যুদ্ধাপরাধের বিচার নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র ‘জার্নি টু জাস্টিস’ প্রদর্শিত হলো ভারতের রাজধানী নয়া দিল্লিতে।
প্রামাণ্যচিত্রটি ৬০ মিনিটের। এতে তুলে ধরা হয়েছে তখনকার পাকিস্তানি সেনাদের গণহত্যা। সঙ্গে তাদের স্থানীয় সহযোগীদের কথাও। এরা ছিল মুলত জামায়াতে ইসলামীর সদস্য।
তাদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা নিরপরাধ ৩০ লাখ মানুষকে হত্যা করে। নৃশংসভাবে ধর্ষণ করে ২ লাখেরও বেশি নারীকে। এক কোটি মানুষ শরণার্থী হয়ে আশ্রয় নেন ভারতে। এসব প্রসঙ্গ তুলে ধরা হয়েছে ওই প্রামাণ্যচিত্রে। এ ছাড়া রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতে )আইসিটি(চলমান যুদ্ধাপরাধের বিচার। ওই গণহত্যার প্রায় ৪০ বছর পরে এর বিচার হচ্ছে। প্রেসক্লাব অব ইন্ডিয়ায় এ প্রমাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।