মার্কিন হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত লিবীয় নেতা মুয়াম্মা গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গা্দ্দাফিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। কারা-নিয়ন্ত্রকদেরকে উদ্ধৃত করে শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ি এলাকার এক কারাগারে আটক ছিলেন সাইফ। জিনতান নামের ওই অঞ্চলের নিয়ন্ত্রণ এখন সালাফি জঙ্গিগোষ্ঠী আবু বকর আল-সিদ্দিক ব্যাটালিয়নের হাতে। এক বিবৃতিতে তারা জানায়, শনিবার রাতে সাইফ আল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে।
গাদ্দাফির আট ছেলের মধ্যে সবচেয়ে পরিচিত সন্তান সাইফ। ২০১১ সালের নভেম্বরে নাইজারে পালানোর সময় জিনতানেই তাকে গ্রেফতার করা হয়। ২০১৫ সালের জুলাইয়ে ত্রিপোলির এক আদালত তার মৃত্যুদণ্ড জারি করে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের চোখেও তিনি যুদ্ধাপরাধী।
২০১১ সালে ন্যাটোর নেতৃত্বে সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকেই গৃহযুদ্ধ চলছে।