শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
মুন্সীগঞ্জে মাদক বিক্রেতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত
প্রকাশ: ১১:০১ am ২৬-০৪-২০১৮ হালনাগাদ: ১১:০৬ am ২৬-০৪-২০১৮
 
 
 


মুন্সীগঞ্জের সদর উপজেলায় এক ডজন মামলার এক আসামি পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

মুন্সীগঞ্জ থানার ওসি আলমগীর হোসাইন জানান, উপজেলার কাটাখালী হায়দ্রাবাদ গ্রামে বুধবার রাত আড়াইটার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।  

নিহত সাইফুল ইসলাম ওরেফ বাবা আরিফ (৩৭) মুন্সীগঞ্জ সদরের মিরেশ্বরাই গ্রমের জুলহাস ব্যাপারীর ছেলে।

আরিফ চিহ্নিত মাদক বিক্রেতা এবং তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকের এক ডজন মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

ওসি আলমগীর বলেন, বুধবার রাত ১০টার দিকে সদরের দুর্গাবাড়ি গ্রাম থেকে ১১০টি ইয়াবাসহ আরিফকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে আরিফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।  

“পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির সময় আরিফ আহত হন।তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় এসআই আসলাম ও এএসআই কালাম আহত হলে তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে ওসি আলমগীর জানান।

ঘটনাস্থল থেকে গুলি ভর্তি একটি পিস্তল ও দুটি রামদা উদ্ধারের কথাও এ পুলিশ কর্মকর্তা জানান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT