মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পুকুরে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন।
আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিতে রশুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টঙ্গিবাড়ী ও সিরাজদিখান উপজেলার সহকারী পুলিশ সুপার কাজী লিমা জানান, বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে টঙ্গিবাড়ী যাচ্ছিল। সিরাজদিখান উপজেলার রশুনিয়া এলাকায় পৌঁছালে আরেকটি বাসকে পাশ কাটাতে গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এ সময় পানিতে প্রায় ডুবে যায় বাসটি। এতে বাসের তিন যাত্রী নিহত হন।
নিহতরা হলেন গীতা পাল (৬০), সালমা বেগম (৪৭) ও চালক স্বপন (৩৫)।
উদ্ধারকাজ এখনো চলছে জানিয়ে কাজী লিমা বলেন, ফলে কতজন যাত্রী বের হয়ে আসতে পেরেছেন এবং ভেতরে কতজন আটকা পড়েছেন তা এখনো বোঝা যাচ্ছে না।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসনুভা জানান, এ ঘটনায় গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।