সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১১ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মুম্বাইয়ে ভবন ধসে এক শিশুসহ ১৭ জন নিহত
প্রকাশ: ০২:৩৪ pm ২৬-০৭-২০১৭ হালনাগাদ: ০২:৪১ pm ২৬-০৭-২০১৭
 
 
 


ভারতের মুম্বাইয়ে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে একটি চারতলা ভবন ধসে এক শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। মহারাষ্ট্রের পূর্বাঞ্চলীয় শহরতলির ঘাটকোপার এলাকায় এ ভবন ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় ভবন মালিককে আটক করা হয়েছে। মুম্বাই শহরের প্রধান দমকল কর্মকর্তা প্রভাত রাহাংডালে জানান, শহরের ঘাটকোপারের দামোদার পার্ক এলাকায় অবস্থিত একটি চার তলা ভবন ধসে পড়ে। দমকলকর্মীদের সকাল ১০টা ৪৩ মিনিটের দিকে খবর দেয়া হয়। সেখানে থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।" এ ঘটনায় ভবনটির মালিক সুনীল শিটাপের বিরুদ্ধে আবাসিক ভবনে নার্সিং হোম চালানো এবং দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, ভবনটিতে  ১২টি পরিবার বাস করত। ভবনের নীচতলায় নার্সিং হোম চালানো হত। তবে সংস্কার কাজ চলার কারণে সেখানে বেশি রোগী ছিলো না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দিয়েছে। ভারী বর্ষণ স্বত্ত্বেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: এনডিটিভি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT