মানহানির অভিযোগ এনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করেছেন রাজধানীর শাহবাগের বাসিন্দা মমতাজ ইসলাম নামের এক নারী।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে মমতাজ এই মামলা করেন।
বিচারক বাদীর জবানবন্দি নিয়ে এ-সংক্রান্ত বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
বাদী মমতাজের আইনজীবী জানান, গত ১৩ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ১৯ নভেম্বর অভিযান শুরু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। একই ধরনের সংবাদ প্রকাশিত হয় আরো দুটি পত্রিকায়।
এসব সংবাদে বলা হয়, ১২ নভেম্বর একটি সভায় রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড আনন্দবাজার এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে বলে জানান মেয়র সাঈদ খোকন।
সংবাদে আরো বলা হয়, আনন্দবাজার রেলওয়ের পাশের জায়গায় ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড স্থাপন করা হবে বলে জানান মেয়র। সেই সংবাদের পর রেলের জায়গায় বাদী ও অন্য কিছু দোকান মালিক ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেন।
আইনজীবী আরো জানান, বাসস্ট্যান্ড স্থানান্তরের সিদ্ধান্তে অপমানবোধ করেছেন মর্মে মমতাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি সাঈদ খোকনের কাছে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়াসহ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।