শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
মে দিবসে ছুটি নেই সৌদি আরবে
প্রকাশ: ১২:০৮ pm ০২-০৫-২০১৭ হালনাগাদ: ১২:১২ pm ০২-০৫-২০১৭
 
 
 


প্রবাস ডেস্কঃ বিশ্বের প্রায় সবদেশে মে দিবসের ছুটি থাকলেও  মে দিবসে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি নেই সৌদি আরবে। প্রতিদিনের মতো মে দিবসেও কর্মব্যস্ত থাকতে হয় প্রবাসী শ্রমিকদের। দৈনিক আট ঘণ্টা শ্রম নির্ধারিত হলেও শ্রমিকরা প্রতিদিন ১০-১২ ঘণ্টা কাজ করতে হয়।

এ ব্যাপারে বাংলাদেশ দুতাবাসে বা লেবার অফিসে শ্রমিকদের অভিযোগ এলেও কোনো ফল নেই। সৌদি নাগরিকরা যেখানে আট ঘণ্টা কাজ করেন সেখানে প্রবাসী শ্রমিকরা কাজ করেন ১০-১২ ঘণ্টা। এ ক্ষেত্রে কিছু কম্পানি ওভারটাইম ফি দিলেও অধিকাংশ কম্পানি বা মালিক দেন না।

সাপ্তাহিক ছুটি সৌদিদের ক্ষেত্রে দুই দিন হলেও প্রবাসী শ্রমিকদের একদিন। অনেক প্রবাসী শ্রমিক সে ছুটিও পান না। চাকরি হারানোর ভয়ে কেউ প্রতিবাদও করেন না। দেশের সীমানা পেরিয়ে জীবন-জীবিকার তাগিদে বিদেশে আসা শ্রমিকরা মে দিবসেও ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করেন। তারপরও থাকে কম্পানি  মালিকদের বৈষম্য। বিশেষ করে সৌদি আরবে বসবাসরত বাঙালি শ্রমিকরা নানা বৈষম্য আর নির্যাতনের শিকার হন। যাদের কাছে মে দিবস পৃথক কিছু নয়।  

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT