গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথানের নয়ানগর এলাকায় রেলক্রসিংয়ে ভারতের কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ রোববার সকাল সোয়া নয়টার দিকের এই দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুজন নারী, দুজন শিশু ও একজন প্রাইভেট কারের চালক। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. শহীদুল ইসলামের ভাষ্য, দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থলের আশপাশের স্টেশনগুলোতে সিরাজগঞ্জ, চাঁপাই, ধূমকেতু, নীলসাগর ও সুন্দরবন এক্সপ্রেস যাত্রাবিরতি করছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৈত্রী এক্সপ্রেসের নিরাপত্তা ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস রানার ভাষ্য, সকাল সোয়া আটটার দিকে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনটি কলকাতার উদ্দেশে ছাড়ে। দুর্ঘটনার পর প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ।
কালিয়াকৈর থানার ওসি মোতালেব মিয়া জানান, নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। পরিবারেরই কোনো সদস্য প্রাইভেট কারটি চালাচ্ছিলেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।