ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদী সে দেশে থাকা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়েছেন। রাজ্যগুলোকে এ বিষয়ে টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে। কিন্তু মোদী সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তার রাজ্য থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করা হবে না। তার কার্যালয় নবান্নের শীর্ষ মহলের সিদ্ধান্ত রোহিঙ্গারা উদ্বাস্তু। তারা যদি পশ্চিমবঙ্গে থাকতে চায় তাহলে মানবিকতার খাতির দেখানো হবে তাদেরকে। তারা থাকতে পারবে পশ্চিমবঙ্গে। কোনো অবস্থাতেই তাদেরকে জোর করে ফেরত পাঠানো হবে না। আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি। ভারতে ইতোমধ্যেই আশ্রয় নিয়েছে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা। তাদের মধ্যে প্রায় ১০ হাজার জম্মু লাগোয়া এলাকায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মিয়ানমারে গিয়ে এসব রোহিঙ্গাকে ‘পুশব্যাক’ করার নীতি ঘোষণা করে এসেছেন। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা শরণার্থীর তেমন নেই। বনগাঁ-বসিরহাট সীমান্ত এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা দিয়ে কিছু রোহিঙ্গা এ রাজ্যে ঢুকেছে। ধরা পড়ার পরে তাদের অনেকেই এখন জেলে। আসাম-দাঙ্গার পর উত্তরবঙ্গেও বেশ কিছু রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদের কাউকেই ‘পুশব্যাক’ করা হবে না বলে সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে। যদিও কেন্দ্রের চাপে এ রাজ্যের বিভিন্ন হোমে বন্দি থাকা ২৩ জন মহিলা ও শিশুর পরিচয়পত্র বিতরণ বন্ধ রাখতে হয়েছে। ইউনাইটেড নেশন হাইকমিশন ফর রিফিউজিস রোহিঙ্গাদের জন্য বিশেষ পরিচয়পত্র দিচ্ছে। এ রাজ্যের হোমে বন্দিদেরও তেমন দেওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যের মুখ্য সচিব মলয় কুমার দে-কে ধমক দিয়ে সেই পরিচয়পত্র বিতরণ বন্ধ করিয়েছেন।