প্রায় দুই ঘণ্টা পর রাজধানী মোহাম্মদপুর এলাকার বাঁশবাড়ি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই বস্তিতে আগুন লাগে। ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, অগ্নিকাণ্ডে ওই বস্তির দেড় শতাধিক ঘর পুড়ে গেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, বস্তির আগুন পাশের একটি ভবনে ছড়িয়ে পড়েছিল।
সকাল ছয়টার দিকে ফায়ার সার্ভিসের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক বলেন, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। বস্তিটি মোহাম্মদপুর শিয়া মসজিদের কাছে বলে তিনি জানান।