বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ ১৬ই মাঘ ১৪৩১
Smoking
 
ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ৯০ জনকে গ্রেপ্তার
প্রকাশ: ১১:৩৬ am ০৭-০৮-২০১৭ হালনাগাদ: ১১:৩৭ am ০৭-০৮-২০১৭
 
 
 


ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহ জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধ ও নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

জেলা পুলিশ জানায়, অভিযানে মুক্তাগাছা থানায় ১৫, কোতোয়ালিতে ১৪, ভালুকা ও ঈশ্বরগঞ্জে  নয়জন করে ১৮, ফুলপুরে আট, পাগলা ও নান্দাইল চারজন করে আটজন, গৌরীপুরে পাঁচজন, ত্রিশালে সাত, ফুলবাড়ীয়ায় ছয়, হালুয়াঘাট ও ধোবাউড়ায় তিনজন করে ছয়, গফরগাঁওয়ে দুজন, তারাকান্দায় একজনসহ মোট ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT