শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
যুক্তরাষ্ট্রের সীমান্তে দেয়াল নির্মাণে কোনো অর্থ দেবে না মেক্সিকো
প্রকাশ: ০২:৫৭ pm ২৬-০১-২০১৭ হালনাগাদ: ০৩:০১ pm ২৬-০১-২০১৭
 
 
 


ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত প্রাচীরের জন্য মেক্সিকো কোনো খরচ দিবে না বলে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনিয়া নিয়েতো।

বিবিসি জানিয়েছে, বার্তায় তিনি বলেছেন, “মেক্সিকো প্রাচীরে বিশ্বাস করে না।”

বুধবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের নির্বাহী আদেশে সই করেন যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ই থেকেই প্রায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের খরচ মেক্সিকো থেকে নেওয়ার কথা বলে আসছেন ট্রাম্প। বুধবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প বলেছেন, মেক্সিকোকে ‘অবশ্যই’দেয়াল নির্মাণের ‘শতভাগ খরচ’বহন করতে হবে।

এর জবাবে পেনিয়া নিয়েতো বলেছেন, “আমি আগেও বলেছি এখনও বলছি, কোনো দেয়ালের জন্য মেক্সিকো কোনো খরচ দিবে না।

“উত্তর আমেরিকা অঞ্চলে সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও অভিবাসন নিয়ে আমাদের দেশ যখন নতুন নীতির কথা বলছে তখন এটির আগমণ। 

“প্রেসিডেন্ট হিসেবে মেক্সিকো ও মেক্সিকানদের স্বার্থ রক্ষার সব দায়দায়িত্ব আমি গ্রহণ করছি।

“ওয়াশিংটন ডিসিতে কর্মরতদের চূড়ান্ত প্রতিবেদন এবং চেম্বার অব কর্মাস, গভর্নরদের এবং অন্যান্য কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব।

“মেক্সিকো আমেরিকার জনগণের প্রতি বন্ধুত্বের আহ্বান জানাচ্ছে এবং তাদের সরকারের সঙ্গে মতৈক্যে পৌঁছার আকাঙ্ক্ষা প্রকাশ করছে, যে মতৈক্য মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র উভয়ের জন্য অনুকূল হবে।”

৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন পেনিয়া নিয়েতো।

প্রেসিডেন্ট ট্রাম্প দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে সই করলেও দেয়াল নির্মাণের খরচ যোগাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এতে কয়েক বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT