যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কয়েকটি বন্দুক হামলার পর দেশটির প্রচলিত অস্ত্র আইন সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে লাখো মানুষ।
বিবিসি জানায়, গতকাল শনিবার কয়েকটি ছাত্রসংগঠনের ডাকা ‘জীবনের জন্য শোভাযাত্রা’ শীর্ষক এই বিক্ষোভ কর্মসূচিতে প্রায় পাঁচ লাখের মতো মানুষ অংশ নেয়। এ সময় সারা দেশ থেকে আসা বিক্ষোভকারীরা রাজধানী ওয়াশিংটন ডিসিতে এসে জড়ো হন।
মার্কিন জনগণের সঙ্গে একাত্মতা জানিয়ে একই সময়ে লন্ডন, এডিনবার্গ, জেনেভা ও সিডনিতেও বিক্ষোভ মিছিল হয়েছে।
গত মাসে ফ্লোরিডায় এক যুবকের গুলিতে ১৭ জন নিহত হওয়ার পর মার্কিন অস্ত্র আইনবিরোধী সর্বোচ্চ প্রতিবাদ হিসেবে ধরা হচ্ছে এটিকে।
আয়োজকরা আশা করছেন, প্রতিবাদ-বিক্ষোভের মুখে অস্ত্র আইন সংশোধনে উদ্যোগী হবে ট্রাম্প প্রশাসন।
যদিও এ বিষয়ে এখনো হোয়াইট হাউসের কোনো সাড়া মেলেনি।