ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পশ্চিমা দেশগুলোর সঙ্গে করা পরমাণু চুক্তির পক্ষ নিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে অগ্রাহ্য করতে পারেন না। ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী, পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তেহরান এর বিতর্কিত পারমাণবিক কার্যক্রম সীমিত করবে।
ওবামা প্রশাসনের মধ্যস্থতা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর রেজুলেশন অনুযায়ী করা এই চুক্তির বরাবরই সমালোচনা করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি একে 'সবচেয়ে খারাপ চুক্তি' এবং 'অপ্রীতিকর' বলে অভিহিত করেছেন।
ট্রাম্প চলতি মাসের ১৫ তারিখের মধ্যে এই পরমাণু চুক্তিটি পুর্নবিবেচনা করবেন।
শনিবার (৭ অক্টোবর) তেহরান বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় হাসান রুহানি বলেন, এই পরমাণু চুক্তির ইস্যু এবং সুযোগ-সুবিধার কোনো বিকল্প নেই। তিনি বলেন, "কেউ এই চুক্তি থেকে ফিরতে পারবে না। সেটা ট্রাম্পই হোক আর যে কেউই হোক। যদি আরো ১০ টি ট্রাম্পও পৃথিবীতে তৈরি হয় তাহলেও এটা থেকে সরা অসম্ভব। যদি যুক্তরাষ্ট্র এটা থেকে বের হতে চায় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ে তারই সম্মান নষ্ট হবে।"
সূত্র: আল-জাজিরা