যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে যুদ্ধ ঘোষণার অভিযোগ নাকচ করে দিয়েছে। বিবৃতিতে যুদ্ধ ঘোষণার অভিযোগকে অযৌক্তিক বলে আখ্যায়িত করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সোমবার (২৫ সেপ্টেম্বর) বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এর ফলে মার্কিন বোমারু বিমানে গুলি করার অধিকার রয়েছে তাদের। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এই হুমকি দেন। এর প্রেক্ষিতে একজন মার্কিন মুখপাত্র বলেন, এ ধরনের উত্তেজনামূলক কথাবার্তা ভয়াবহ ভূল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। দক্ষিণ কোরিয়া উভয় পক্ষকে যুক্তিসংগত আচরণ করার আহ্বান জানিয়ে বলেছে, এই অঞ্চলে যে কোন ধরনের সংঘর্ষ সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।