উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে রোববার দুপুরে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সংবাদ সম্মেলনের পর আনুষ্ঠানিক ভাবে প্রকাশ কলে কলেজগুলো। এর আগে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর (http://www.educationboard.gov.bd) ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল জানা যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন। এজন্য HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। এছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।