প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক চলছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান মাহমুদ আব্বাস। এসময় তাকে অভ্যর্থনা জানান শেখ হাসিনা।
তাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার বিকেলে ঢাকা পৌঁছান আব্বাস। বাংলাদেশে তার এটিই প্রথম রাষ্ট্রীয় সফর।
বৃহস্পতিবার দুপুরে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন করেন মাহমুদ আব্বাস। সেখান থেকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন।