মিয়ানমারের রাখাইন রাজ্যে এক বিক্ষোভে পুলিশের গুলিতে ৭ জন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছে। রাখাইনে মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে বৌদ্ধ আরাকানের রাজ্যের সমাপনী বার্ষিকীর এক উৎসবে জড়ো হয়েছিল স্থানীয়রা। উৎসব শেষে এটি সহিংস রুপ ধারণ করে। সরকারি ভবন ঘিরে ফেলে বিক্ষোভকারীরা। প্রায় ৪ হাজার মানুষ বার্ষিক এই উৎসব শেষে সরকারি ভবনে চলে আসে। রাখাইন রাজ্যের মন্ত্রী তিন মং সোয়ে বলেন, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনোরকম অনুমোদন না নিয়েই সবাই জড়ো হয়েছিলো। তিনি দাবি করেন, 'প্রথমে পুলিশ রাবার বুলেট ব্যবহার করলেও কেউ যায়নি। অনেকে বন্দুক কেড়ে নেওয়ারও চেষ্টা করেছে। এরপর গুলি চালাতে বাধ্য হয়েছে তারা।' স্থানীয় এমপি তুন থের সেইন বলেন, কয়েকজন আহত বিক্ষোভকারীকে রাজধানী সিতেতে নিয়ে যাওয়া হয়েছে। গত বছরের ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয় উদাহরণ বলে উল্লেখ করেছে। সূত্র: রয়টার্স