রাঙামাটির লংগদু উপজেলার করোল্যাছড়ি বাজারে আগুনে ৫৮ দোকান ও বসত ঘর পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাদ্দেক মেহেদী হাসান। সোমবার (২৩ অক্টোবর) রাতে এ আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয়রা জানায়, উপজেলার করোল্যাছড়ি বাজারের সোমবার মধ্যরাতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫৮ দোকান ও কয়েকটি বসত ঘর পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।