রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তার ভগ্নিপতি আল মাহমুদ বাবু বলেন, পশ্চিম শেওড়াপাড়া হলি ক্রিসেন্ট স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে আর স্কুলে যায়নি সজীব। সে চাকরি করার চেষ্টায় ছিল।
“এলাকার সৌরভ নামে একজনের সঙ্গে সজীবের চলাফেরা ছিল। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সৌরভ আর তার দুই সঙ্গী সজীবকে রাস্তায় কুপিয়ে চলে যায়।”
রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান।
তিনি বলেন, “সজীবের ঘাড় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
দুই-ভাই ও তিন বোনের মধ্যে সজীব ছিল সবার ছোট। তাকে কেন হত্যা করা হয়ে থাকতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তার ভগ্নিপতি বাবু।
ময়নাতদন্তের জন্য সজীবের মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েয়েছে।