রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় জিয়াউল কবির সোহেল (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
এ ঘটনায় ফারজানা আক্তার তানিয়া (২৮) নামে এক নারী আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে হাতিরঝিলের পুলিশ কনকর্ড প্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউল ওয়ান ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তিনি রামপুরার বনশ্রী এলাকায় থাকতেন। তার বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়।
জানা গেছে, রাত সোয়া ১০টার দিকে সোহেল ও তানিয়া মোটরসাইকেলে করে হাতিরঝিল হয়ে রামপুরার দিকে যাচ্ছিলেন। পুলিশ কনকর্ড প্লাজার মোড় পার হতেই পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহেল মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা তানিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ ঢামেক মর্গে রয়েছে।
এদিকে ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।