রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মীরহাজিরবাগ এলাকায় দুই বাসের চাপায় জাহিদুল ইসলাম (৪০) নামে সিএনজিচালিত এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জাহিদ নড়াইল জেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা গ্রামের সৈয়দ শেখের ছেলে। রাজধানীর রামপুরা বাজার হাই স্কুল গলিতে স্ত্রী ফরিদা পারভীন ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।
এ বিষয়ে জাহিদুলের পরিচিত অটোরিকশাচালক কামরুল ইসলাম জানান, রাতভর সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে আজ সকালে মীরহাজিরবাগের গ্যারেজে যান জাহিদুল। সেখানে অটোরিকশাটি রেখে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় দুই বাসের চাপায় গুরুতর আহত হন। পরে প্রথমে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।