রাজধানীর খিলক্ষেতে ও তেজগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন।
রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু বকর সিদ্দিক নিলয় (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিলয় পুরান ঢাকার গেন্ডারিয়া এসকে দাস রোড এলাকার শাহাদত আলীর ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি জানান।
আলমগীর হোসেন নামে এক পথচারী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় খিলক্ষেত লা মেরিডিয়ানের সামনে রাস্তা পার হওয়ার সময় চলন্ত যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।
নিহত নিলয়ের চাচাতো ভাই এহতেসাম বলেন, শান্তিনগরে একটি বেসরকারি কলেজে বিবিএ’র ছাত্র ছিলেন নিলয়। পাশাপাশি উত্তরার একটি রেস্টুরেন্টে চাকরি করতেন তিনি।
নিহত নিলয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই বাচ্চু মিয়া।
এদিকে রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় রবিউল ইসলাম (৪০) নামে এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ইসমাইল হোসেন (২০) ও জাফর আলী নামে আরও দু’জন।
সোমবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত জাফর আলী রিকশাচালক। তার রিকশার যাত্রী ছিলেন রবিউল ও ইসমাইল।
দুর্ঘটনার পর তৎক্ষণাৎ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রবিউলকে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসা দেওয়া হচ্ছে জাফর ও ইসমাইলকে। তবে জাফরের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, সাতরাস্তায় ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিল জাফরের রিকশাটি। এসময় পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিন জনই ছিটকে গিয়ে আহত হন। পরে তাদের ঢামেকে পাঠানো হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রবিউলের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।