রাজধানীর খিলগাওঁয়ে স্বাধীন এক্সপ্রেসের একটি বাস খাদে পড়ে অন্তত দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। এদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর খিলগাঁওয়ের নাগদারপাড়া এলাকায় বাসটি সড়ক থেকে ছিটকে আনুমানিক ৩০-৩৫ ফুট নিচের খাদে পড়ে যায়। স্বাধীন এক্সপ্রেস মোহাম্মদপুর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার রুটে চলাচল করে।
নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি গাড়ির চালক জসিম উদ্দিন (৩৫)। আর দুর্ঘটনাকবলিত গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ব ১১-৮৮৯৫।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত দু’জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। তারা ক্রেন দিয়ে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
তিনি বলেন, আমরা বাসটির সবগুলো সিট দেখেছি কোথাও কোনো মরদেহ পাইনি। তবে বাসটি ৪ থেকে ৫ ফিট পানির গভীরে ডুবে আছে। সেখানেও কোনো মানুষের মরদেহের চিহ্ন পাওয়া যায়নি।
ঢামেকের চিকিৎসকরা জানিয়েছেন, যে ৬ জনকে ভর্তি করা হয়েছে, তাদের শরীরের বিভিন্ন জায়গা কেটে-ছিলে গেছে।
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।