রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৫টি বিদেশি রিভলবার ও ১০ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৩১ ডিসেম্বর) তাকে আটক করা হয় বলে জানান র্যাব হেড কোয়ার্টারের সিনিয়র এএসপি মিজানুর রহমান। তিনি আরও জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাকে আটক করেছে র্যাব। এ সময় জব্দ করা হয়েছে ৫টি বিদেশি রিভলবার ও ১০ রাউন্ড গুলি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।