শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
রাজধানীর বংশালে জুতোর কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩
প্রকাশ: ১০:০২ am ২৬-০১-২০১৭ হালনাগাদ: ১০:০৫ am ২৬-০১-২০১৭
 
 
 


রাজধানীর বংশালে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন।

তারা হলেন আল আমিন (২০), ওসমান (২৫) ও আব্দুস সোবহান (২৭)।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বংশাল আলু বাজার ছোট মসজিদের পাশে একটি দোতলা ভবনের নিচতলায় জুতার কারখানায় আগুন লাগে। স্থানীয়রা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, আহতদের মধ্যে আল আমিনের শরীরের ৯৫ শতাংশ, ওসমানের ৪২ শতাংশ ও সোবহানের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। আল আমিন ও ওসমানের অবস্থা আশঙ্কাজনক।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT