রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের ১৯তলা বসতি হরায়জোন নামে ভবনটির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ২টা ৪০ মিনিটে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস কর্মীরা এখনও ভবনের ভেতরে কোথাও আগুন আছে কিনা তা পর্যবেক্ষণ করছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রেণে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা তা অনুসন্ধান করছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডেপুটি অ্যাসিসট্যান্ট ডিরেক্টর সালেহ উদ্দীন এক ব্রিফিংয়ে জানান, ভবনের দ্বিতীয়তলা থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস কর্মীরা এসে ওই তলার লোকজনকে উপরের তলায় নিয়ে যান। তারা এখন নিরাপদে আছে। আমরা আরও খুঁজে দেখছি কেউ আছে কিনা।