রাজধানীর রামপুরায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দক্ষিণ বনশ্রীর তিতাস রোডের বালুর মাঠে এ ঘটনা ঘটে।
তবে র্যাব দাবি করছে, একদল দুষ্কৃতকারীর সঙ্গে গোলাগুলিতে দুই দুষ্কৃতকারী গুলিবিদ্ধ হয়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে র্যাব।
রামপুরা থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ৪টার দিকে তারা মারা যান। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
গুলিবিদ্ধ দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, তাদের লাশ ঢামেক মর্গে আছে।
এদিকে বুধবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া জানান, মঙ্গলবার রাত ২টার দিকে রামপুরা এলাকায় র্যাব-৩-এর সঙ্গে একদল দুষ্কৃতকারীর গুলিবিনিময় হয়। এতে দুই দুষ্কৃতকারী ও চার র্যাব সদস্য আহত হয়েছেন।