রাজশাহীর হড়গ্রাম এলাকায় পুলিশ সশস্ত্র অবস্থান নিয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৯টার পর তারা এ অবস্থান নিয়ে একপর্যায়ে সাঁড়াশি অভিযান চালায় এবং পুরো এলাকাটি ঘেরাও করে রাখে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। নগর পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখারুল আলম বলেন, এটি সাঁড়াশি অভিযান। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এ অভিযান পরিচালনা করছি। তিনি আরো বলেন, অপরাধীদের গ্রেফতারে মাঝে মধ্যেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।