বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
রাজশাহী কলেজের ১৪৫তম প্রতিষ্ঠা দিবস পালিত
প্রকাশ: ০৪:০৮ pm ০২-০৪-২০১৭ হালনাগাদ: ০৪:১১ pm ০২-০৪-২০১৭
 
 
 


শনিবার ১লা এপ্রিল ২০১৭ সকাল ১০টায় কলেজের শহীদ মিনারের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন কথা সাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক।`এসো মিলি আলোকের ঝর্ণা ধারায়'  স্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজের ১৪৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। উদ্বোধন শেষে রাজশাহী কলেজ শহীদ মিনার থেকে একাটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর সোনাদিঘী মোড়, সাহেববাজার, জিরোপয়েন্ট, মনিচত্বর প্রদক্ষিণ করে রাজশাহী কলেজে এসে শেষ হয়। র‌্যালি শেষে কলেজের শহীদ এএইচএম কামারুজ্জামান ভবনের সামনে কেক কেটে অনুষ্ঠানটির উদ্বোধন ও স্মৃতিচারণ করা হয়। এছাড়া দুপুরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের প্রাক্তন ছাত্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য  প্রফেসর ড. আবদুল খালেক, অর্থনীতিবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর সনৎ কুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এমিরেটাস অধ্যাপক প্রফেসর ড. অরুণ কুমার বসাক।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT