শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
রাজস্থানে রাজ্যে এক বাংলাদেশি নাগরিক বিএসএফের হাতে গ্রেপ্তার
প্রকাশ: ০৮:০০ pm ০৪-১০-২০১৭ হালনাগাদ: ০৯:২৯ am ০৫-১০-২০১৭
 
 
 


ভারতের রাজস্থানে রাজ্যে পাকিস্তান সীমান্ত পেরতে গিয়ে এক বাংলাদেশি নাগরিক বিএসএফের হাতে গ্রেপ্তার হয়েছেন। রাজস্থানের বারমাঢ় এলাকায় তাকে আটক করে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। রাজস্থান পুলিশ জানিয়েছে, ধৃত আব্দুল রহমান বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা। সে যে পাকিস্তানে যেতে চাইছিল, সেটা নিজেই জেরায় স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। কিন্তু কেন সে বাংলাদেশ থেকে ভারতের সীমানা পেরিয়ে পাকিস্তানে যেতে চাইছিল, সেটা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন বারমেঢ় জেলার পুলিশ সুপারিন্টেডেন্ট গগনদীপ সিংলা। প্রাথমিক জেরায় ধৃত আব্দুল রহমান আরও জানিয়েছেন, এক দালাল তাকে পাকিস্তান নিয়ে যাবে বলে দিল্লি থেকে রাজস্থান নিয়ে আসে। কিন্তু সেখান থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি। গাদারা রোড নামে সীমান্তবর্তী একটি এলাকায় বিএসএফ আটক করে আব্দুল রহমানকে। জানার চেষ্টা করা হচ্ছে যে তার সঙ্গে কোনও ধরণের সন্ত্রাসী বা জঙ্গী যোগ রয়েছে কী না, বা সে পাকিস্তানে ঠিক কী করতে যেতে চাইছিল।  

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT