রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
রানার বিচার শুরু, ৫ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য
প্রকাশ: ০৪:৫১ pm ২১-০৫-২০১৭ হালনাগাদ: ০৪:৫৩ pm ২১-০৫-২০১৭
 
 
 


 রানা প্লাজা ট্রাজেডির মূলহোতা সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রানা প্লাজা ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতির মামলায় এ অভিযোগ গঠন করা হয়। রোববার (২১ মে) ঢাকার বিভাগীয় বিশেষ বিচারক আতোয়ার রহমান এ আদেশ দেন। এতে আগামী ৫ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। অভিযোগপত্রভুক্তরা হলেন, সোহেল রানার বাবা আব্দুল খালেক, মা মর্জিনা বেগম, সোহেল রানা, রেফায়েতউল্লাহ, উত্তম কুমার রায়, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল হাসান, ফারজানা ইসলাম ও আব্দুল মুত্তালিব। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জন নিহত হন। আহত হন ১ হাজার ৫২৪ জন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT