রাজধানীর রামপুরায় বকেয়া বেতনের দাবি ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন লিরিক গার্মেন্ট ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে তারা এ কর্মসূচি পালন শুরু করেন।
সড়ক অবরোধের ফলে রামপুরা-বাড্ডা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থলমুখী মানুষ ভোগান্তিতে পড়েছেন।
এর আগে বুধবার সকাল থেকে ‘লিরিক ইন্ডাস্ট্রিজ শ্রমিক ইউনিয়ন’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শ্রমিকরা।
শ্রমিকরা তাদের দাবি আদায়ে সড়কের ওপর বসে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।
উল্লেখ্য, বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন কারখানা বন্ধ। শ্রমিকদের তিন মাসের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছেন মালিক। এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।