রাশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৯ মাত্রার।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার রাশিয়ার কোমানডোরস্কি ওস্ট্রাভার পাশে পূর্বাঞ্চলে এ ভূমিকম্প হয়।
রয়টার্স অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে।
বেরিং সাগরের উপকূলে ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্র। তবে ভূকম্পনের প্রকৃত তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭ মাত্রার।
হাওয়াইভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের দেওয়া তথ্য মতে, এ ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই। এ ছাড়া ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।