শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
রূপগঞ্জে নগদ ৫৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা
প্রকাশ: ০৯:৫৮ am ১১-০৬-২০১৭ হালনাগাদ: ১০:০৩ am ১১-০৬-২০১৭
 
 
 


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফাঁকা গুলি করে এবং কাপড় ব্যবসায়ীদের মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ ৫৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল বেলা ৩টার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের ভোলানাথপুর এলাকার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের কবলে পড়া ব্যবসায়ীরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নয়নপুর এলাকার ইব্রাহীম বেপারির ছেলে ইমাম হোসেন জুয়েল, কমরদিয়া এলাকার জীবন সরকারের ছেলে স্বপন সরকার, হালিপুর এলাকার আবদুল মান্নানের ছেলে রাকিব হোসেন ও ভোলা জেলার লালমোহন থানার আশুলি এলাকার আবুল হোসেনের ছেলে রাসেল। ব্যবসায়ীরা জানান, রাজধানীর গুলিস্তান ট্রেড সেন্টারে অবস্থিত স্বর্ণালি এন্টারপ্রাইজ নামে তাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চলতি বছরের যাকাতের কাপড়ের টেন্ডার লাভ করে। গতকাল দুপুরে কাপড় ক্রয় করার জন্য একটি মাইক্রোবাসযোগে নরসিংদীর বাবুরহাটের উদ্দেশে রওনা হন তারা। বেলা ৩টার দিকে কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের পূর্বাচল উপশহরের ভোলানাথপুর এলাকায় পৌঁছামাত্র চারটি মোটর সাইকেলযোগে ছয় ছিনতাইকারী মাইক্রোবাসটির গতিরোধ করে। পরে মাইক্রোবাসে থাকা চার ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে তাদের সঙ্গে থাকা ৫৩ লাখ টাকা লুটে নেয় ছিনতাইকারীরা। এ সময় ব্যবসায়ীরা প্রতিবাদ করায় ছিনতাইকারীরা ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্কের সৃষ্টি করে এবং ব্যবসায়ী ইমাম হোসেন জুয়েলকে পিটিয়ে আহত করে। এ ঘটনার সঙ্গে মাইক্রোবাস চালক শরীফ মিয়া জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে বলেও জানান ওই ব্যবসায়ীরা। এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT