শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
রোহিঙ্গাদের দেখতে তুরস্কের ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
প্রকাশ: ১০:৫৯ am ০৭-০৯-২০১৭ হালনাগাদ: ১১:০২ am ০৭-০৯-২০১৭
 
 
 


ব্যাপক সহিংসতার ‍মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে এসেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান।

বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এর আগে রাত ১টার দিকে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলু। 

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন করতে বৃহস্পতিবার সকালে টেকনাফের উদ্দেশে রওনা দেবেন এমিনি এরদোয়ান। এ সময় তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

কক্সবাজার থেকে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এমিনি এরদোয়ান।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) বিবৃতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি একে গণহত্যা বলে উল্লেখ করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ফোন করে রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট।

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT