বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত নিবে মিয়ানমার। এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। শনিবার (২৫ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে আমার বৈঠক হয়। যৌক্তিক সময়ে প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমার সম্মত হয়েছে। তিনি বলেন, জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআরকে সম্পৃক্ত করতে চায় মিয়ানমার। দু’মাসের মধ্যে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া শুরু করবে মিয়ানমার। চুক্তি সই করার (২৩ নভেম্বরের পর) তিন সপ্তাহের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠিত হবে।