প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরে যাবার ব্যাপারে বাংলাদেশকে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এছাড়া জাতিসংঘের ৭২তম অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানে সফলভাবে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি এসময় বলেন, 'অনেক উন্নত দেশেও শরণার্থীদের আশ্রয় দেয় না, সেখানে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে, দুঃসময়ে তাদের প্রতি সহানুভূতি দেখিয়েছে, এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব ভূয়সী প্রশংসা করেছেন এবং এও জানিয়েছেন এ বিষয়ে জাতিসংঘ সকল প্রকার সাহায্য করবে।'
তিনি আরো জানান, 'রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন কার্যকর করতে ওআইসির সাথে আলোচনা হয়েছে এবং বিশ্বজুড়ে মুসলমানরাই কেন শরণার্থী হচ্ছে তার কারণ অনুসন্ধানের জন্য আমি ওআইসির প্রতি আহ্বান জানিয়েছি।'