রোহিঙ্গা পরিস্থিতি দেখেতে কক্সবাজার গেলেন তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী। রোববার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। পররাষ্ট্রমন্ত্রীরা হলেন- জাপানের পররাষ্ট্রন্ত্রী তারো কোনো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার। তাদের সঙ্গে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকো মঘেরিনি। কক্সবাজার পৌঁছে উখিয়া ও টেকনাফের বালুখালী, কুতুপালংসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার (১৮ নভেম্বর) ঢাকায় এসে পৌঁছান।