মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই মধ্যে শুক্রবার কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে মেডিকেল টিম পাঠিয়েছে দলটি। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানার নেতৃত্বে একটি মেডিকেল টিমকে কক্সবাজার জেলার উখিয়ায় আশ্রয়রত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল টিমে ডা. আজিজুর রহমান, ডা. আবদুস সালাম ও ডা. ফুচুনুসহ কক্সবাজার জেলার বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিনিধিরা রোহিঙ্গাদের চিকিৎসা সেবা প্রদান করবেন।