রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে হোলি উৎসবে ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভিক্টোরিয়া পার্কের কাছে কনকর্ড কলেজের গলিতে এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র রওনক (১৭) আজিমপুরের নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তিনি রাজধানীর কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকায় থাকতেন।
মেয়েলি ব্যাপার নিয়ে ওই এলাকার কয়েকজনের সঙ্গে রওনকের ঝামেলা চলছিল, এ কারণে রওনক খুন হতে পারেন বলে ধারণা করছেন নিহতের বন্ধুরা।
রওনকের বন্ধু মাসুমের বরাত দিয়ে জানা যায়, হোলি উৎসবে অংশ নিতে বন্ধু-বান্ধবীসহ তারা মোট আটজন পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকায় যান। হোলি খেলার পর তারা ভিক্টোরিয়া পার্কের গলি দিয়ে ফিরছিলেন। এ সময় ১৫-২০ জন ছেলে রওনককে মারতে মারতে ধরে নিয়ে যাচ্ছিল। কিছুদূর নেওয়ার পর রওনককে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় তারা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১টার দিকে রওনককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পায়ে ছুরির আঘাত রয়েছে। শরীরেও মারধরের চিহ্ন রয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক সূত্রে জানা যায়, রওনক বন্ধুদের সঙ্গে হোলি খেলতে এসেছিল। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা জানার চেষ্টা চলছে। দ্রুতই আমরা সবকিছু জানতে পারব।