শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
লন্ডন ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০
প্রকাশ: ০৯:৩৯ am ১৭-০৬-২০১৭ হালনাগাদ: ০৯:৪২ am ১৭-০৬-২০১৭
 
 
 


লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কান্ডি শুক্রবার বলেছেন, “আমরা জানি আগুনের কারণে অন্তত ৩০ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”

অপরাধমূলক কোনও কিছু ঘটেছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। আহত ২৪ জন এখনও হাসপাতালে আছে এবং ১২ জনের অবস্থা গুরুতর।

নিহতদের সবার পরিচয় কখনওই শনাক্ত করা সম্ভব হবে না বলে পুলিশ এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করেছে।

বিবিসি জানায়, নর্থ কেনসিংটনের পুড়ে যাওয়া ২৪তলা ভবনটিতে তৃতীয় দিনের মত উদ্ধার অভিযান চলছে। তবে আর কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছেন উদ্ধারকর্মীরা।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা ৬০ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতের পর পূর্ব লন্ডনে অবস্থিত বহুতল ভবনটিতে আগুন লাগে। পরদিন দুপুরের পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT