বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১৩ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
লন্ডন হামলা: সন্দেহভাজন তরুণ গ্রেপ্তার
প্রকাশ: ০৪:০০ pm ১৬-০৯-২০১৭ হালনাগাদ: ০৯:৪৯ am ১৭-০৯-২০১৭
 
 
 


যুক্তরাজ্যের লন্ডনের পাতাল রেল নেটওয়ার্কের একটি ট্রেনের কামরার ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্দেহভাজন ওই তরুণকে  কেন্ট পুলিশ ডোভারের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনা তদন্তে ওই ব্যক্তির গ্রেপ্তারকে পুলিশ গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করলেও তার নাম-পরিচয় প্রকাশ করেনি। এক বিবৃতিতে বলা হয়েছে, লন্ডন মহানগর পুলিশের উপসহকারী কমিশনার নেইল বাসু এই গ্রেপ্তারকে উল্লেখযোগ্য অগ্রগতি বলে মন্তব্য করেছেন। তবে আরও হামলার আশঙ্কায় দেশটিতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি আছে বলেও মন্তব্য করেছেন তিনি। উল্লেখ্য, গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এই বিস্ফোরণ ঘটে। ঘরে তৈরি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চালানো ওই হামলায় অন্তত ২৯ জন আহত হয়। তবে এই হামলায় কেউ নিহত হয়নি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT