রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
লাল-সবুজের আলোকসজ্জায় সাজানো হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান
প্রকাশ: ০১:২৬ pm ২৫-১১-২০১৭ হালনাগাদ: ০১:৩৪ pm ২৫-১১-২০১৭
 
 
 


বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। লাল-সবুজের ঝলকানি ও আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো উদ্যান । গ্লাস টাওয়ারের সামনে তৈরি করা হয়েছে মঞ্চ।  

সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের প্রতিটি গেটে বঙ্গবন্ধুর ছবি সংবলিত তোরণ বসানো হয়েছে। উদ্যানের গাছগুলোতে বিভিন্ন রঙের মরিচা বাতি দিয়ে সাজানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, হাইকোর্টের সামনে কদম ফোয়ারা সাজানো হয়েছে রঙিন বাতি দিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’র স্বীকৃতি পাওয়ায় বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT