লাস ভেগাসে হামলার কারণ এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে সন্ত্রাসী হামলা বলে মানতে রাজী নন।
হারিকেন বিধ্বস্ত পুয়ের্তো রিকো পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, স্টিফেন প্যাডক একজন অসুস্থ মানুষ। তার মাথার ঠিক নেই। লাস ভেগাসের হামলা অভ্যন্তরীন জঙ্গিবাদ কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিতে রাজী হননি ট্রাম্প।
এদিকে, ট্রাম্পের ভাষ্যমতে ‘অসুস্থ প্যাডক’ কি কারণে ঘটনটি ঘটিয়েছে পুলিশ তা এখনও বের করতে পারেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত যে হামলাটি পরিকল্পিত। ঘটনা পর্যবেক্ষণে হামলাকারীর হোটেল রুমে স্থাপন করা বেশ কয়েকটি গোপন ক্যামেরার সন্ধান পাওয়া গেছে। পুলিশ বলছে, ক্যামেরাগুলো দিয়ে পুরো ঘটনাস্থল এবং নিরাপত্তারক্ষাকারী বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করেছে হামলাকারী স্টিফেন প্যাডক। মান্দালয় বে হোটেলের ৩২ তলার দুই কক্ষের এক স্যুট থেকে কনসার্টের আগতের লক্ষ্য করে গুলি চালায় সে। পরিকল্পনার অংশ হিসেবে আগেই হোটেল কক্ষে মজুদ রাখে ২৩ টি আগ্নেয়াস্ত্র। আর পুরো ঘটনা ঘটাতে হামলাকারী সময় নেয় এক ঘন্টা ১২ মিনিট।