ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ৮৭ অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ ভেসে এসেছে। এসব অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিল। মঙ্গলবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, রাজধানী ত্রিপোলি থেকে ৪৫ কিলোমিটার দূরে হারসা গ্রামের উপকূলে ভাঙ্গা একটি নৌকা ভেসে আসে। নৌকাটির ভেতরে কয়েকটি মৃতদেহ ছিল। পর সৈকতের আশেপাশে তল্লাশি চালিয়ে আরো মৃতদেহের সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সাগরে আরো মৃতদেহ ভেসে থাকতে পারে। সৈকতে মৃতদেহের ব্যাগের দীর্ঘ সারি দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রেডক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘এই মৃতদেহগুলো বহন করার মতো উপযুক্ত যানবাহন কিংবা এসব অজ্ঞাতনামা মৃতদেহ দাফন করার মতো কবরস্থানের সন্ধান আমাদের কাছে নেই। সৈকতে এখনো কিছু মৃতদেহ পড়ে আছে। সাগরেও বেশ কয়েকটি মৃতদেহ ভাসছে। তবে আমরা সেখানে পৌঁছতে পারিনি।’
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে, নৌকাটি রোববার ডুবেছে। এতে প্রায় ১০০ লোকের মৃত্যু হয়েছে। মানবপাচারকারীরা নৌকাটির ইঞ্জিন চুরি করে একে স্রোতে ভাসিয়ে দিয়ে এসেছিল। একজন জীবিত উদ্ধার করা গেলেও সে কোমাতে আছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সংস্থাটি আরো জানিয়েছে, নৌকার আরোহীদের মৃত্যুর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া গেলে চলতি বছরের প্রথম দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নিহত অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ৩৬৫ তে দাঁড়াবে।