যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে এক শক্তিশালী শীতকালীন ঝড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ঝড়ের কারণে ভার্জিনিয়া ও মেরিল্যান্ডে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জনগণকে সতর্কতা মেনে চলে বাড়িতে অবস্থান করার ও রাস্তায় বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঝড়ের কারণে নিউইয়র্কের তিনটি বড় বিমানবন্দর ও বোস্টন বিমানবন্দরের বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে এক ডজনের বেশি ট্রেনের সময়সূচি।
ঝড়টি ওই এলাকা থেকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তবে ঝড়টি যে পথে গেছে, সেই এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে।
বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বহু এলাকা। সাগরের পানিতে তলিয়ে গেছে উপকূলীয় এলাকার সড়কগুলো।