শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
শাবি শিক্ষার্থীকে ট্রেন থেকে ফেলে হত্যা
প্রকাশ: ১২:০৪ pm ১৮-০৫-২০১৭ হালনাগাদ: ১২:০৬ pm ১৮-০৫-২০১৭
 
 
 


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে ওই শিক্ষার্থীকে কে বা কারা ট্রেন থেকে ফেলে দেওয়ায় গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়। গতকাল বেলা ১১টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার কায়স্থগ্রাম এলাকায় রেললাইনের পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় শাবির ইইই বিভাগের শেষ বর্ষের ছাত্র মুস্তাহিম রাজ্জাক মামুনকে (২৫) উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। তিনি সিলেট নগরীর মেডিক্যাল কলোনির ডা. আবদুর রাজ্জাকের ছেলে। ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ প্রায় ২ কিলোমিটার এলাকা তল্লাশি চালিয়ে কায়স্থগ্রাম গিয়ে জানতে পারে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। হাসপাতালে নেওয়ার দু’ঘণ্টা পর তার মৃত্যু হয়। কন্ট্রোল রুম থেকে জানানো হয়, মামুনকে ট্রেন থেকে কে বা কারা ফেলে দিয়েছিল। তবে কোন ট্রেন তা জানাতে পারেনি কন্ট্রোল রুম। শাবির প্রক্টর জমির উদ্দিন বলেন, খবর পেয়ে আমি হাসপাতালে যাই। মামুন বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত ছাত্র।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT