শিল্প খাতে বিশৃঙ্খলা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে । এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৭ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত কেন্দ্রীয় তহবিল (আরএমজি) থেকে তৈরি পোশাকশিল্পে মৃত্যু বা পঙ্গুত্বজনিত কারণে শ্রমিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণের সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, কারো উস্কানিতে পোশাক খাতের ক্ষতি করবেন না । শিল্প মালিকদের প্রতি আমার অনুরোধ থাকবে, ব্যবসা করে আপনারা অবশ্যই আপনাদের লাভ নেবেন। সেই সঙ্গে শ্রমিকদের কল্যানের বিষয়ে দৃষ্টি অব্যাহত রাখছেন। তিনি বলেন, আমাদের দেশে শ্রমিক রাজনীতির নামে এনজিও করে। আবার তারা শ্রমিক নেতাও সেজে যায় । তারা ভাগ খাওয়ার জন্য নানাভাবে জোট পাকায়। এদের কাছ থেকে দূরে থাকতে হবে।কোন সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি, নেবো।