শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
শিশুমেলা এখন ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড পার্ক
প্রকাশ: ০৮:৩০ pm ১৯-০২-২০১৭ হালনাগাদ: ১০:৫৬ am ২০-০২-২০১৭
 
 
 


রাজধানীর শ্যামলীর শিশুমেলার নাম পরিবর্তন করে ‘ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড পার্ক’ নামকরণ করা হয়েছে।

রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক পার্কটি উদ্বোধন করেন।

মেয়র বলেন, ‘তাদের সাথে ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষের নতুন করে এক বছরের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী এক বছরে জন্য প্রতিমাসে ১ লাখ ১১ হাজার টাকা করে ভাড়া দেবে। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে এক বছর পর পার্কটিকে যে কোনো প্রতিষ্ঠানের কাছে এক বছরে জন্য ভাড়া দেয়া  যাবে।’ 

তিনি আরো বলেন, ‘ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষ সময় মতো ভাড়া না দেওয়ায় পার্কটি দুই মাস ২০ দিন বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে। ১৩ বছর আগে তৎকালীন সিটি করপোরেশনের সঙ্গে ওয়ান্ডারল্যান্ড গ্রুপের একটি চুক্তি হয়েছিলো। সেই চুক্তি অনুযায়ী তাদের প্রতি মাসে চার হাজার ২৭ টাকা ভাড়া দেওয়ার কথা ছিল। কিন্তু ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষ দীর্ঘ দিন ভাড়া না দেওয়ায় সাত লাখ টাকা বকেয়া থাকার কারণে পার্কটি সাময়িক বন্ধ করে দেয়া হয়।ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষের কাছ থেকে ৭ লাখ টাকার ৩ গুণ জরিমানাসহ ২১ লাখ টাকা আদায় করা হয়েছে। শিশু মোলার নাম পরিবর্তন করে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড পার্ক নামকরন করা হয়েছে।’   

মেয়র বলেন, ‘শিশুদের মনোবিকাশ ও খেলাধুলা করার জন্য আগামী দুই বছরের মধ্যে ডিএনসিসিতে আরও দুটি পার্ক করা হবে। আমরা আশা করি দ্রুত কাজ শুরু হবে।’  

ওয়ান্ডারল্যান্ড গ্রুপের চেয়ারম্যান লায়ন জিএম মোস্তাফিজুর রহমান, ওয়ান্ডারল্যান্ড গ্রুপের পরিচালক এসএম মামুন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম ও প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT